কবিতা .... কবিতা .... কবিতা'


কবি ও কবিতা
আবুল হাসান আল মাহমুদ আহসান হাবীব উৎপলকুমার বসু কাজী নজরুল ইসলাম কালিদাস ক্লাসিক কবিতা জসীম উদ্দিন জীবনানন্দ দাশ জয় গোস্বামী তসলিমা নাসরিন তারাপদ রায় নরেন্দ্র দেব নির্মলেন্দু গুণ নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাবলো নেরুদা পুর্ণেন্দু পত্রী ফেদেরিকো গার্থিয়া লোরকা বাংলাদেশের সংবিধান বিনয় মজুমদার বিষ্ণু দে বুদ্ধদেব বসু ভালবাসা নিয়ে মলয় রায়চৌধুরী মহাদেব সাহা রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ লালন ফকির শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শামসুর রাহমান শার্ল বোদলেয়ার শ্রীজাত শ্রীরামকৃষ্ণ কথামৃত সত্যেন্দ্রনাথ দত্ত সমর সেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সৈয়দ শামসুল হক হুমায়ুন আজাদ হেলাল হাফিজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০১০

আমাদের কবিতা

অজস্র উদাহরণ আছে উড়ো ভাবনার, সহস্র রাত-জাগা তারাদের মুখ
তবু আলোর গল্প লেখা হয় আধাঁরের কবিতায়। বুকের শ্বেতপাথরে লেখা
হয় নাম। নিয়তির হাঁস ওড়ে জোনাকীর মত। ক্ষয় হয় চাঁদ-চাঁদ সুখ।
আকাশের মেঘ আঁকে বিজলীর নিপুণ প্রেম-রেখা।
মন কখনও চেয়ে ওঠে গানের অধিকার। সুর তালে বেজে ওঠে
ফুলের সম্ভার। সুবাস কখনো যেন রোদ-তাপা মরুভূমি ছুঁয়ে যায়।
কখনও-বা বৃষ্টি আসে পাতার গন্ধ কাঁটা হয়ে ফোটে।
বাঁধন-ছেঁড়া নদীর স্রোতে সুখ ভাসে নিরালা শেওলায়।
সাঁকো থেকে ঝুঁকে দেখি জেগে আছো কিনা। বুঝে দেখি রেলিংয়ের মর্মকথা
রেখাচিত্রে সহসা আনমনা। দূরের রেললাইনে কু-ঝিক-ঝিক
শব্দ তুলে চলে যায় ট্রেন। প্রেমে আছে চিরদিনের অমরতা
জানি। আজীবন তাই ভালবেসে যাব তোমার চোখের ঝিকমিক।
অজস্র উদাহরণ আছে উড়ো ভাবনার, সহস্র রাত-জাগা তারাদের মুখ
তবু আলোর গল্প লেখা হয় আধাঁরের কবিতায়। বুকের শ্বেতপাথরে লেখা
হয় নাম। নিয়তির হাঁস ওড়ে জোনাকীর মত। ক্ষয় হয় চাঁদ-চাঁদ সুখ।
আকাশের মেঘ আঁকে বিজলীর নিপুণ প্রেম-রেখা।
মন কখনও চেয়ে ওঠে গানের অধিকার। সুর তালে বেজে ওঠে
ফুলের সম্ভার। সুবাস কখনো যেন রোদ-তাপা মরুভূমি ছুঁয়ে যায়।
কখনও-বা বৃষ্টি আসে পাতার গন্ধ কাঁটা হয়ে ফোটে।
বাঁধন-ছেঁড়া নদীর স্রোতে সুখ ভাসে নিরালা শেওলায়।
সাঁকো থেকে ঝুঁকে দেখি জেগে আছো কিনা। বুঝে দেখি রেলিংয়ের মর্মকথা
রেখাচিত্রে সহসা আনমনা। দূরের রেললাইনে কু-ঝিক-ঝিক
শব্দ তুলে চলে যায় ট্রেন। প্রেমে আছে চিরদিনের অমরতা
জানি। আজীবন তাই ভালবেসে যাব তোমার চোখের ঝিকমিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন