কবিতা .... কবিতা .... কবিতা'


কবি ও কবিতা
আবুল হাসান আল মাহমুদ আহসান হাবীব উৎপলকুমার বসু কাজী নজরুল ইসলাম কালিদাস ক্লাসিক কবিতা জসীম উদ্দিন জীবনানন্দ দাশ জয় গোস্বামী তসলিমা নাসরিন তারাপদ রায় নরেন্দ্র দেব নির্মলেন্দু গুণ নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাবলো নেরুদা পুর্ণেন্দু পত্রী ফেদেরিকো গার্থিয়া লোরকা বাংলাদেশের সংবিধান বিনয় মজুমদার বিষ্ণু দে বুদ্ধদেব বসু ভালবাসা নিয়ে মলয় রায়চৌধুরী মহাদেব সাহা রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ লালন ফকির শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শামসুর রাহমান শার্ল বোদলেয়ার শ্রীজাত শ্রীরামকৃষ্ণ কথামৃত সত্যেন্দ্রনাথ দত্ত সমর সেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সৈয়দ শামসুল হক হুমায়ুন আজাদ হেলাল হাফিজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০১০

কবিতা- সূনৃত
সূনৃত
অতিরঞ্জনকারী নই আমি, তাই চাইলেই পারিনা
দিতে এনে চাদঁ তোমার হাতে
পারিনা কুড়াতে অতল সিন্ধু তলের
মনি-মুক্তো ।ভিনগ্রহে পাড়ি জমাতেও চাই না
তোমার জন্য প্যনডোরায় জলটুঙ্গি তাই এ জন্মে নয়।
নই আর্শিবাদপুষ্ট বিশুদ্ধ চিত্তের যীশু
না কোন জাঁহাবাজ বাজিকর; পারি যখন তখন বাকশূন্য
করতে ভেলকি দিয়ে।
মেনেলাউসের মত রণসজ্জায় সেজে হেলেন উদ্ধারেও অক্ষম
চাইলেই পারি না দিতে উপহার স্বর্ণবৃষ্টি।
বিশুদ্ধ কবি জীবনানন্দের মত উপমায়
পারিনা তোমায় করতে বাঙময়,
যদি ভালবাস দিতে পারি তোমারও অধিক,
অষ্টপ্রহর পুষ্পমালা, কিছু সুর কিছু পঙক্তিমালা।
দিনশেষে পেশি নিংড়ানো স্বেদবিন্দু
অভুক্ত থেকে তোমার মুখে অন্ন,
নিশিথে আকণ্ঠ তৃপ্ত ভালবাসা
পারি শৃঙ্খলাবদ্ধ করতে তুমিহীন
যে কোন নারী সম্ভোগের কামনা।
দিতে পারি প্রাতস্বিক স্বপ্ন পালকের ডানা,
তোমার সুখের তরে পারি সাবাড় করতে
অপ্রত্যাবর্তনীয় এ জীবন।
স্টকহোম, ২৫ আষাঢ়,১৪১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন