কবিতা .... কবিতা .... কবিতা'


কবি ও কবিতা
আবুল হাসান আল মাহমুদ আহসান হাবীব উৎপলকুমার বসু কাজী নজরুল ইসলাম কালিদাস ক্লাসিক কবিতা জসীম উদ্দিন জীবনানন্দ দাশ জয় গোস্বামী তসলিমা নাসরিন তারাপদ রায় নরেন্দ্র দেব নির্মলেন্দু গুণ নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাবলো নেরুদা পুর্ণেন্দু পত্রী ফেদেরিকো গার্থিয়া লোরকা বাংলাদেশের সংবিধান বিনয় মজুমদার বিষ্ণু দে বুদ্ধদেব বসু ভালবাসা নিয়ে মলয় রায়চৌধুরী মহাদেব সাহা রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ লালন ফকির শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শামসুর রাহমান শার্ল বোদলেয়ার শ্রীজাত শ্রীরামকৃষ্ণ কথামৃত সত্যেন্দ্রনাথ দত্ত সমর সেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সৈয়দ শামসুল হক হুমায়ুন আজাদ হেলাল হাফিজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০১০

ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।
তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন